আমাদের কৈফিয়ত - About Us
বাংলা পত্রিকার ইস্কুলে সাহিত্য ক্লাসের ব্যাকবেঞ্চার – এক্কেরে দেওয়াল-ঘেঁষা কোণের ছাত্র। আক্ষরিক অর্থেই, ফেলু বয়। তবে মুখচোরা নয়, বরং বেশ একটা “অ্যাহ, কী করে ফেলেছি” গোছের কলার-তোলা অহংকার আছে। বাংলা পত্রিকার জগতে মকটেলের অবদান মাইনাস। জিরোতে তুলে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে বলেও মনে হয় না। কিছু চূড়ান্ত আশাবাদী মানুষ আস্কারা দিয়ে দিয়ে আমাদের বারোটা বাজিয়েছেন ঠিকই, টুকটাক প্রশংসাসূচক লাইও পেয়েছি। আশানুরূপভাবে, নিন্দা, ছ্যাঃ ছ্যাঃ জুটেছে তুলনায় বেশি। নিয়মিতভাবে চূড়ান্ত অনিয়মিত, ল্যাদখোর, অজুহাতপ্রিয় দলের এই হাতে-গোনা কয়েকটা সংখ্যাই সম্বল। এই নিয়েই আমাদের গর্ব। এইটুকুতেই হম্বিতম্বি । সম্মান একটা জুটেছিল যদিও, একবারই – সে আবার জোড়া পুরস্কার। তারপর তেমন কিছু ঘটেনি বহুদিন, ঘটার কথাও নয়। এই নিয়েই চলছে আমাদের সংসার। আমরা দিব্যি আছি। লেট করে করে লেখককুলের ভরসার মুখে নুড়ো জ্বালছি নিয়ত। মকটেলও দিব্যি আছে, খাচ্ছে-দাচ্ছে-ঘুমোচ্ছে। এই করেই চলবে, আর চলতে চলতে আকাশগঙ্গা দিয়ে হাঁটার কথাই ভাববে- এও নিশ্চিত। কবে আমরা “প্রথম মুদ্রণ নিঃশেষিত” ঘোষণা করতে পারব - এটাই আমাদের এখন একটা স্বপ্ন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন